অমর একুশে বইমেলায় অংশী ও উষসীর বসন্ত উদযাপন

বিজনেস বার্তা ডেস্ক: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা ২৩ আমা ক্যাফেতে বসন্ত উদযাপন উপলক্ষে অংশী ও বাংলাদেশ উষসী পরিষদের যৌথ আয়োজনে প্রবীণ নবীনের আনন্দ আড্ডা সকলকে বিমোহিত করে, এই আয়োজনে প্রবীণরা নবীনদের সাথে তারুণ্যের জোয়ারে ভেসেছিলেন।

ঊষসীর সভাপতি ও সাকসেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও অংশীর সভাপতি কথাসাহিত্যিক শ্যামলী খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমী পদকপ্রাপ্ত কবি কথাসাহিত্যিক ঝর্না রহমান, বিশেষ অতিথি বাংলা একাডেমী পদকপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আসলাম সানী, অংশীর অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা টিভি নাট্যকার কথাসাহিত্যিক ইসহাক খান, অংশীর নির্বাহী সদস্য শিশুসাহিত্যিক হুমায়ুন কবির ঢালী, নারী লেখক সোসাইটির সভাপতি কথাসাহিত্যিক সেলী সেন গুপ্তা, কবি কথাসাহিত্যিক শাহান আরা জাকির পারুল, কবি তাহমিনা কোরাইশি, কবি ডক্টর গোলাম মোস্তফা, অংশীর নির্বাহী সদস্য কবি কথাসাহিত্যিক দীলতাজ রহমান, কিউরিয়াস টিভির কর্ণধার সালেক খান,উষসীর সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি এম এ খান জুয়েল, অংশীর নির্বাহী সদস্য কবি মাহবুবা ফারুক, অংশীর সহ সভাপতি কবি নূরে আক্তার। আরও উপস্থিত ছিলেন কবি শীলু জামান কবি নাসরীনআক্তার, কবি নাসিমা আহমেদ, কবি রীতু নূর, কবি শাহানা জেসমিন, কবি হাবিবা আক্তার, কবি শারমিন আফরোজ হ্যাপী, মেজর মুসা ও প্রকাশক গুলশান আরা বাবলী।

News Photo 2

আর অনুষ্ঠানের বাড়তি পাওনা ছিল যাদের উজ্জ্ব উপস্থিতিতে জার্মান প্রবাসী কবি একুশে পদকপ্রাপ্ত নাজমুন্নেসা পেয়ারী, ইটালী প্রবাসী বিশ্ব সঙ্গীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা সঙ্গীতশিল্পী কাজী জাকারিয়া, লন্ডন প্রবাসী কবি চিন্ময় রায়। ভারতের কলকাতা থেকে আগত কবি বরুণ চক্রবর্তী ও কবি রঞ্জনা কর্মকার। তারা তাদের চমৎকার পরিবেশনা দিয়ে অনুষ্ঠানকে আরও প্রানবন্ত করে তোলে।

অনুষ্ঠানে বাংলাদেশ ঊষসীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের আমন্ত্রণে জার্মান থেকে আগত একুশে পদকপ্রাপ্ত কবি নাজমুনেছা, ইটালী থেকে আগত সংগীত শিল্পী ও বিশ্ব সংগীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা কাজী জাকারিয়া, ভারতের কলকাতা থেকে আগত কবি বরুণ চক্রবর্তী, রন্জনা কর্মকার লন্ডন থেকে আগত কবি চিন্ময় রায় যোগদিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রত্যেকেই বসন্তের এ মিলন মেলার তাৎপর্য তুলে ধরেন।।
সংগীত পরিবেশন করেন ঊষসীর সদস্য শিল্পী আক্তার, শামিমা আফরোজ, কবিতা পড়েন কবি রিতু নূর, কবি নুরে আক্তার ও কবি শাহানা জেসমিন।

News Photo 1 1

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উষসীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও অংশীর সাধারণ সম্পাদক কবি শাহিদা ইসলাম।অনুষ্ঠানে আগত সকলকে গাদা ফুলের মালা দিয়ে বরণ ছিল অভিনব। এতে অনুষ্ঠানের আনন্দের মাত্রা বহুগুণ বেড়ে যায়।

অতিথিদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন ড. মোশাররফ হোসেন, কথাসাহিত্যিক শ্যামলী খান, এম এ খান জুয়েল ও আমা কফির কর্মকর্তা সাজ্জাদ কবির। অনুষ্ঠানটিতে কফি স্পনসর করেছিল আমা ক্যাফে। উল্লেখ্য যে গত বছর বইমেলায় আমা ক্যাফেতে অংশী নারী দিবসের আনন্দ আড্ডা করে ব্যাপক সাড়া ফেলেছিল। সম্ভবত অমর একুশে বইমেলায় ব্যানার করে আড্ডার আয়োজন এউই প্রথম। এজন্য আমা অথেনটিক ব্রাজিলিয়ান কফির কর্মকর্তাদের প্রতি অংশী অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে। ভবিষ্যতেও পাশে চাই তাদের। সব শেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।