Header – Before
Header – After

অভ্যুত্থানের পর এফডিআইয়ে রেকর্ড ১৯.১৩% প্রবৃদ্ধি

সাম্প্রতিক অর্থনৈতিক পরিসংখ্যান দেখাচ্ছে, ‘অভ্যুত্থান-পরবর্তী’ প্রথম বছরেই বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ১৯.১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক প্রবণতার বিপরীতে এটি এক ভিন্ন ধরনের অর্থনৈতিক উদাহরণ। সাধারণত বড় রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ কমে যায়, কিন্তু বাংলাদেশ সেই প্রত্যাশার বাইরে স্থিতিশীলতা ধরে রেখে বিনিয়োগ বৃদ্ধির নজির দেখিয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে যেসব দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্য হারে কমেছে। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কায় (২০২২ সালের পর) এফডিআই কমেছে ১৯.৪৯ শতাংশ, চিলিতে (২০১৯ সালের পর) ২৫.৬৮ শতাংশ, সুদানে (২০২১ সালের পর) ২৭.৬০ শতাংশ, ইউক্রেনে (২০১৪ সালের পর) ৬১.২১ শতাংশ, মিশরে (২০১১ সালের পর) ১০৭.৫৫ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় (১৯৯৮ সালের পর) ১৬১.৪৯ শতাংশ।

FDI GOV
এই ধারাবাহিক হ্রাসের প্রবণতার বিপরীতে বাংলাদেশের এফডিআই প্রবৃদ্ধি দেশের অর্থনীতির স্থিতিশীলতা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) আশিক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় গুণ হলো শত প্রতিকূলতা সত্ত্বেও বাউন্স ব্যাক করার অদ্ভুত ক্ষমতা। এই পরিসংখ্যানটি তার দারুণ প্রতিফলন। সাধারণত গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ প্রচণ্ডভাবে হ্রাস পায়। কিন্তু আমরা দেখছি উল্টো।’
FDI BIDA
তিনি আরও বলেন, ‘সঠিক অর্থনৈতিক নীতি নির্ধারণ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর আন্তরিকতা এবং আমাদের বেসরকারি খাতের অদম্য স্পৃহা; সব মিলিয়ে এই সাফল্য এসেছে। আমরা সব সময় বিনিয়োগকারীদের সহায়তা করার আপ্রাণ চেষ্টা করেছি। সব সমস্যার সমাধান অবশ্যই হয়নি, কিন্তু সদিচ্ছার কোনো ত্রুটি ছিল না। আমরা শীঘ্রই আমাদের সারা বছরের একটি আমলনামা (রিপোর্ট কার্ড) প্রকাশ করব।’

** তিন মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৭৬ শতাংশ
** বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর অবকাশের ‘শর্ত শিথিল’
** বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রণোদনার পরিকল্পনা
** ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা
** ইপিজেডগুলোতে বিনিয়োগ কমেছে ২২.৩৩ শতাংশ
** ২০২৩-২৪:জিডিপি প্রবৃদ্ধি ৪.২২%, চার বছরের সর্বনিম্ন
** ডিসেম্বরের মধ্যে বিদেশিদের হাতে যাবে তিন টার্মিনাল
** ডিসেম্বরেই চট্টগ্রাম বন্দরে টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর
** ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব
** বাংলাদেশে বিনিয়োগে পাঁচটি বড় বাধা
** জুলাইয়ে বাণিজ্য ঘাটতি কমেছে ২১ %
** অসম প্রতিযোগিতায় পড়বে নতুন বিনিয়োগ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!