নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এতে ‘স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের জড়িত থাকার প্রমাণ মেলে। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ দুই কর্মকর্তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় চরহাজারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তেল্লার ঘাট এলাকায় তেল্লারঘাট-ধনীপাড়া কানেক্টিং ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ সাজা প্রদান করা হয়। এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।
সাজাপ্রাপ্তরা হলেন- স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল (৩২)। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় ১.৫ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং ১টি ইঞ্জিন জব্দ করা হয়।
এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ছোট ফেনী নদীর ওপর এলজিইডি নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান তেল্লার ঘাট-ধনীপাড়া সংযোগ ব্রিজ নির্মাণ করার ফাঁকে নির্মাণাধীন ব্রিজের পাশ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এটি নদী ও সেতু উভয়ের জন্য ক্ষতিকর। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ১.৫ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং ১টি ইঞ্জিন জব্দ করা হয়।

