Header – Before
Header – After

অবসরপ্রাপ্ত দুই কর কমিশনারকে ভুতাপেক্ষ পদোন্নতি

আওয়ামী লীগ সরকারের সময়ে পদোন্নতি থেকে বঞ্চিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তা অবশেষে ভুতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন। তারা হলেন ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া ও মকবুল হোসেন পাইক। দুজনকেই গ্রেড-২ পদে উন্নীত করা হয়েছে। এ বিষয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. জাকির হোসেন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

সাজ্জাদ হোসেন ভুইয়া অতিরিক্ত কর কমিশনার হিসাবে ২০২২ সালের ১৪ অক্টোবর পিআরএল-এ যান। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ২০১৮ সালের ৪ এপ্রিল থেকে গ্রেড-৩ পদে এবং ২০২১ সালের ২ ডিসেম্বর থেকে তিনি গ্রেড-২ পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে সাজ্জাদ হোসেন ফাইন্যান্সিয়াল রিপোটিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন। অপরদিকে মকবুল হোসেন পাইক গ্রেড-৩ পদমর্যাদায় কর কমিশনার হিসাবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পিআরএল-এ যান। ২০২৩ সালের ৯ এপ্রিল থেকে তাকে গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে ৪টি শর্তের কথা বলা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে- কর্মকর্তাদ্বয় ভুতাপেক্ষ পদোন্নতির তারিখ হতে বিধি মোতাবেক শুধু বকেয়া মূল বেতন এবং প্রাপ্যতা অনুযায়ী গ্রাচুয়িটি ও পেনশন সুবিধা প্রাপ্য হবেন। ৫৯ বছর পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বহাল ছিলেন বলে গণ্য করা হবে।

অবসরোত্তর ছুটি বা অবসর প্রস্তুতি শেষে নির্ধারিত তারিখে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণকালে তা অবসর গ্রহণ হিসেবে গণ্য হবে। এ আদেশ অনুযায়ী বেতন পুনঃনির্ধারণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুকূলে পূর্বে জারীকৃত অবসরোত্তর ছুটি/অবসর প্রস্তুতি ছুটি নির্ধারিত বয়স পূর্তির পর পদোন্নতিপ্রাপ্ত পদের বিপরীতে পুনঃকার্যকর হিসেবে গণ্য হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!